শুভ চক্রবর্ত্তী শুভেন্দু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের অংশগ্রহণে নতুন কারিকুলাম অনুযায়ী ৫দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নবীনগর পাইলট ইচ্ছাময়ী উচ্চ বিদ্যালয়ে ৬, ৭, ১৩, ১৪, ১৫ই জানুয়ারী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মোট ৫২৮ জন শিক্ষক অংশগ্রহন করেন। নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১১টি বিষয়ের উপর ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করেন।
মাস্টার ট্রেইনার মোঃ শাহজাহান সাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, নতুন এই কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা পূর্বের গতানুগতিক মুখস্থ ধারা থেকে বেরিয়ে এসে বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার যুগে প্রবেশ করতে যাচ্ছে।
প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক নাছরিন সুলতানা বলেন, এ পদ্ধতিতে শিক্ষার্থীরা অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য,শিক্ষার এই নতুন পদ্বতিকে বাস্তবায়ন করার জন্য সারাদেশে প্রায় ২ লক্ষ ৮০ হাজার শিক্ষককে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়।