সৌদি আরব হাফার আল্ বাতেন এনটিভির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সোমবার ০৪/০৮/২০২৫ইং মধ্যরাতে সৌদি আরব হাফার আল্ বাতেন এনটিভির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখা।
বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখার সভাপতি ও হাফার আল্ বাতেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী সভাপতিত্বে, লাভলু খালাসীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব হাফার আল্ বাতেন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি সমন্বয়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন ভূঁইয়া। হাফার আল্ বাতেন ফেনী প্রবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজী। বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, নূর উদ্দিন মিষ্টার, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, বাবুল মিয়া,শিপন মুন্সি, বুলবুল আহমেদ, মোহাম্মদ ফারুক, বশির আহমেদ প্রমুখ।
সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী বলেন দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা হরন করে কন্ঠরোধ করেছে তাতে কোন সংবাদমাধ্যম সত্য প্রকাশ করতে পারেনি। দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি সাহসীকতার সাথে সত্য প্রকাশ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান সৌদি আরব এনটিভির প্রতিনিধিত্ব করে প্রবাসীদের দুঃখ দূর্দশা মিডিয়াতে তুলে ধরায় ফারুক আহমেদ চানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথি কামাল হোসেন বলেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে এনটিভি সততা নিষ্ঠা ও সাহসীকতার সাথে সংবাদ পরিবেশ করায় আমরা ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলেও আমরা কারো শত্রু হবো না। গণমাধ্যম গুলো স্বাধীন ভাবে সংবাদ পরিবেশন করবেন সেই আশা ব্যক্ত করে এনটিভির সফলতা কমনা করে।