Sunday , 19 May 2024
শিরোনাম

পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি গিলের

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আর ভারত যেন একে অন্যের পরিপূরক। শচিন টেন্ডুলকারের শুরু করে দেওয়া এই রীতির প্রথম চারটিই ভারতীয়দের। যার সবশেষ নামটি শুভমান গিল। আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের ইনিংস খেলে পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

খেলার ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত ছিলেন গিল। লাকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন হেনরি শিপলির বলে, ইনিংসের ৪ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে ভারত তুলেছে ৮ উইকেটে ৩৪৯ রান।

গিলের আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষান। সর্বশেষ গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এ মাইলফলকে যান কিষান। সব মিলিয়ে গিলের ইনিংসটি ছেলেদের ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি, রোহিত শর্মার একারই আছে তিনটি এমন ইনিংস।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x