শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের শক্তিপুর “নুরজাহান” এ চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আব্দুল ওয়াদুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনী চৌধুরী শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামছুল আলম, বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার, মকবুল হোসেন, সহকারী সমাজ সেবা অফিসার বিপ্লব কুমার সরকার, ফিল্ড সুপারভাইজার রাসেল সরকার, ইউনিয়ন সমাজ কর্মী আব্দুল মোতালেব, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার প্রমুখ। শাহজাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১২ লাখ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।