০৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার বিকালে এক আনন্দঘন ও জাঁক-জমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে “৩য় বাংলাদেশ জাতীয় স্কোয়াশ প্রতিযোগীতা ২০২৩”-র পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলার রেকর্ড সংখ্যক স্কোয়াশ খেলোয়াড়ের (২০০ বেশি ছেলে ও মেয়ে) অংশগ্রহন করে।
প্রথম পর্বে বিজয়ী ১৪৮ জন প্রতিভাবান খেলোয়াড় নিয়ে
০৫ সেপ্টেম্বরে শুরু করে গত
পাঁচ দিন ধরে চূড়ান্ত পর্বের খেলায় তুমুল প্রতিযোগীতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে উন্মুক্ত (পুরুষ, অনূর্ধ্ব -১৩ ) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মীরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্র তাহামিদ আহমেদ আঙ্গন। সে গোপালগঞ্জ জেলার উজানী গ্রামের ঔতিহ্যবাহী সরদার পরিবারের সন্তান। খেলা শেষে স্কোয়াশ ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক খাঁন তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।