মোঃ কবির হোসেন, কুমিল্লা(দেবিদ্বার) প্রতিনিধি:
“মানবতা যেখানে আছে
মনুষ্যত্ব সেখানেই বাঁচে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বি জে এম এ মজিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা মানবকল্যাণ ও রক্তদান সংস্থা (কুমাস) এর উদ্যোগে ও উত্তর সাইচাপাড়া একতা যুবসংঘ এর সার্বিক সহযোগিতায় গত শুক্রবার (১৬ফেব্রুয়ারী) দিনব্যাপী চলে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয়। কুমাসের সভাপতি জনাব আবুল কালাম পাটোয়ারির সভাপতিত্বে এবং সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ সালা উদ্দিন এর সঞ্চালনায় উক্ত মহতি কার্যক্রমের প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মফিজুল ইসলাম।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারুক আহম্মদ।
দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রান্তিক পর্যায়ের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাচঁ শতাধিক গরীব অসহায় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সেবা কার্যক্রম সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ কাইয়ুম, মোঃ আবুল কালাম,
৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন, কুমাস এর সাধারণ সম্পাদক মহসিন কামাল,কুমাস এর সদস্য মোঃশরীফুল ইসলাম, উত্তর সাইচাপাড়া একতা যুবসংঘের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন, সহ-সভাপতি মোঃ সফিউল্লাহ, সাধারণ সম্পাদক নাঈম,সহ- সাংগঠনিক সম্পাদক আরশাদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, সদস্য- মামুনুর রশিদ, মোঃ সজীব হাসান মোঃ সৈকত রানা, মোঃ রুবেল, মোঃ মহিউদ্দিন সাজ্জাদ, ইউসুফ, সোহাগ, নেয়ামত, সাইফুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, মোঃ ফরহাদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ার ভূইয়া, নাঈমুল হাসান, অপূর্ব, মোঃ নোমান, মোঃ সাদেক মোল্লা, মোঃ রাকিব হোসেন
শিক্ষক মোঃ তাইজুল ইসলাম ,কুমাসের সদস্যবৃন্দ।