মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
পার্বত্যাঞ্চলের দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে চিকিৎসা বঞ্চিত বাসিন্দাদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে বান্দরবান জেলা সদরের ফারুক পাড়া এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এসময় নাক, কান, গলাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার মেজর মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ফারুক পাড়াসহ আশপাশের বিভিন্ন দূর্গম পাড়া থেকে শতাধিক বাসিন্দা চিকিৎসা নিতে আসে।
চিকিৎসা সেবা প্রদানকালে মেডিকেল অফিসার মেজর আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের দূর্গম বিভিন্ন পাহাড়ী এলাকায় চিকিৎসা বঞ্চিত বাসিন্দাদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আজকের এই চিকিৎসাসেবা তারই ধারাবাহিকতার একটি অংশ মাত্র। তিনি আরো বলেন, শুধু চিকিৎসা সেবা নয়, পার্বত্যাঞ্চলে দূর্গম এলাকায় বসবাসরত বাসিন্দাদের শিক্ষা, চিকিৎসাসহ জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরা, ফারুক পাড়ার কারবারীসহ চিকিৎসা নিতে আসা বাসিন্দারা উপস্থিত ছিলেন।