প্রতিবেদন: প্রমিত পাল, সিটি রিপোর্টার
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ৮ মে। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরে দাঁড়ানোয় ভাইস-চেয়ারম্যান পদে
জনাব আলহাজ্ব মারুফ হাসান (জামী)বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া,চেয়ারম্যান পদে
কে, এম গিয়াস উদ্দিন : দোয়াত কলম
মো. শামসুল আলম : আনারস
মো. আব্দুল মোমেন : ঘোড়া
মো. খায়রুল ইসলাম : মোটর সাইকেল
মহিলা ভাইস চেয়ারম্যান
হোসেন আরা বেগম : কলসী
আগামী ৮ মে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। অর্থাৎ আজ থেকেই প্রার্থীরা প্রচারে নামছেন।
উল্লেখ্য,গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে জেলা নির্বাচন কমিশন।
স্থগিত হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব খান এবং স্থগিত হওয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার।
তারা প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছে।