মদনপুর টু মদনগঞ্জ- নবীগঞ্জ টু কাইকারটেক রাস্তা সংস্কারের দাবিতে বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর মানববন্ধনে সাধারন জনগনের ঢল
মদনপুর টু মদনগঞ্জ-
নবীগঞ্জ টু কাইকারটেক রাস্তা সংস্কারের দাবিতে বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর মানববন্ধনে সাধারন জনগনের ঢল।
আজকের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওঃ মুইনুদ্দিন আহমেদ বলেন গত ১৬ বছর আমরা দেখেছি রাস্তার কাজে রডের বদলে পুরো বাশ নয় শুধু বাশের চাটাই ব্যাবহার হয়েছে, ভবিষ্যতে এমন চাটাই ব্যাবহার করে রাস্তার কাজ জনগন মেনে নিবে না তিনি আরো বলেন মদনপুর থেকে মদনগঞ্জ রাস্তার বাজেট ছিল ৫৪ কোটি টাকা, যে টাকার কাজ করার পর ৫৪ দিন ও রাস্তা টিকেনাই। এমন কোন কাজ যদি আবার ও কেউ করার চেষ্টা করে তাহলে জনগনের আদালতে তাকে দাড় করানো হবে ইন শা আল্লাহ। আপনারা যদি চান রাস্তার টাকা রাস্তার কাজে লাগুক, ঠিকাদার/ পাতি নেতাদের পকেটে না যাক তাহলে আল্লাহ ভিড়ূ লোককে নেতৃত্যদানকারী বানাতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে বন্দর উপজেলা আমির মাও খোরশেদ আলম ফারুকী বলেন আজ মানব বন্ধনের পর আমরা স্বারকলিপি জমা দিতে রোডস এন্ড হাইওয়েতে যাবো, প্রয়োজন হলে এল.জি.ই.ডি তে যোগাযোগ করবো যত প্রকার প্রশাসন আছে শুধু জনগনের সার্থে আমরা সবার কাছে যাবো,তারপরও যদি রাস্তা সংস্কারের কাজে হাত না দেওয়া হয় তাহলে মদনগঞ্জ থেকে মদনপুরের রাস্তায় সকল গাড়ি চলাচল বন্ধকরে দিব সাধারন জনগণকে সাথে নিয়ে, তিনি আরো বলেন বন্দরের অনেক বড় বড় কোম্পানির হেভিলোড ট্রাক-লড়ি যাওয়া আসা করে এ রাস্তা দিয়ে কিন্তু কোম্পানির ও কোন মাথা ব্যাথা লক্ষ করছি না আমরা। যদি কোম্পানি গুলো তাদের সহযোগিতার হাত না বাড়ায় তাহলে তাদের বিরুদ্বে জনগন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিবে।