কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
রাঙামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ভোর ৬টা থেকে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অনির্দিষ্টকালের জন্য মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
জানা যায়, রাঙামাটি ও কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ল্যান্ডিং সময়সূচি নিয়ে চলমান দ্বন্দ্বের জের ধরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সকাল থেকে কাপ্তাই হ্রদে জেলেরা মৎস্য আহরণ কার্যক্রম থেকে বিরত রয়েছেন, বন্ধ রয়েছে মৎস্য বিপণনও।
মৎস্য ব্যবসায়ী সূত্রে জানা যায়, মৎস্য ল্যান্ডিং করার দ্বিতীয়ার্ধের সময় বৃদ্ধি না করায় লংগদু ও মাইনী এলাকায় ধৃত মাছ নির্ধারিত সময়ের মধ্যে কাপ্তাই ল্যান্ডিং স্টেশনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে দিনের বেলায় আহরিত মাছ বিপণন করা যাচ্ছে না। এতে করে জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
তারা আরও জানান, পূর্বের মতো ল্যান্ডিং সময় পুনঃনির্ধারণ না করায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ তীব্র আকার ধারণ করেছে।
এদিকে, মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হতে পারে বলে জানা গেছে।