Saturday , 18 May 2024
শিরোনাম

৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীর সফরে যাচ্ছেন মোদি

২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর প্রথমবার উপত্যকায় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরে বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। সেখানে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে মোদিকে স্বাগত জানাতে অপেক্ষায় আছেন হাজার হাজার লোকজন।

আজ রবিবার জাতীয় পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে যোগ দিতেই মোদির কাশ্মীর সফর। ২০ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ছাড়াও একাধিক প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।

নিহাল-কাজিগুন্দ সুড়ঙ্গ এই প্রকল্পের মাধ্যমে তৈরি হবে। যা দুই কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে। পঞ্চায়েত রাজ দিবসে মোদির এই কাশ্মীর সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মোদির সভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার।
সূত্র: এনডিটিভি

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x