রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে রবিবার ২৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষে আগামি ২৬ এপ্রিল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম
সম্পর্কে ইউএনও এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মারডি, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আহবায়ক কুশমত আলী, যুগ্ম আহবায়ক হজরত আলী, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মাহবুব আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত প্রেস রিলিজ পড়ে শোনান।প্রেস রিলিজে রাণীশংকৈল উপজেলায় ১ম পর্যায়ে ২৯৬, ২য় পর্যায়ে ২৯৬ এবং তয় পর্যায়ে ৭৭৬ টি গৃহ নির্মাণের তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং কালে
ইউএনও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে তিনি আগামি ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গৃহ প্রদান
উদ্বোধন অনুষ্ঠান নিজ নিজ গণমাধ্যমে প্রচার
করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।