“Development of Jute, Cotton, Wool and Acrylic blended shawl by handloom” শীর্ষক সভা অদ্য ২১ নভে/২২ খ্রিঃ দুপুর ০২ ঘটিকায় বিজেআরআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড. মো: আবদুল আউয়াল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মজিবুর রহমান, সাবেক পরিচালক (জুট-টেক্সটাইল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (পিটিসি), জনাব মোসলেম উদ্দিন, পরিচালক (কারিগরি), ড. নার্গীস আক্তার, পরিচালক (কৃষি)। সভাপতিত্ব করেন ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (জুট-টেক্সটাইল) বিজেআরআই।
এছাড়াও উক্ত সভায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিজেআরআই এর গবেষণা সফলতার সহিত রাষ্ট্রীয় জনস্বার্থে কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে।