26 November, 2020
শিরোনাম

জার্মানিতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

 07 Nov, 2020   38 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৬ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে রবার্ট কখ ইনস্টিটিউট, যা একটি রেকর্ড। মারা গেছেন ১৬৬ জন। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ০৯৬ জন।

এদিকে, সংক্রমণ বাড়ছে ইউরোপের অন্য দেশগুলোতেও।

ইউরোপে করোনা সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে। মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ইউরোপের সামনে কঠিন সময় আসবে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের পরিচালক হান্স ক্লুগে। তিনি সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ব্রিটেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে সংক্রমণের হার কমাতে দ্বিতীয় লকডাউনের পাশাপাশি সকলকে একসাথে করোনা মোকাবেলার আহ্বান জানিয়েছেন। বাড়িতে থাকা এবং পুনরায় দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ রাখার কথা বলেছেন।

সুইডেন

প্রধানমন্ত্রী স্টেফান লোভেন স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন। তিনি নিজের ফেসবুকে সুইডেনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছয় হাজারের বেশি, এই তথ্য জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

গ্রিস

এ সপ্তাহে সংক্রমণের হার ব্যাপক বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে তিন সপ্তাহের জন্য দেশব্যাপী আবারো লকডাউন দেওয়া হয়েছে।

ডেনমার্ক

১২ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে যাদের সংক্রমণের উৎস মিংক জন্তু। যে কারণে ডেনমার্ক উত্তর-পূর্বাঞ্চলে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন উত্তর জটল্যান্ডের সাতটি অঞ্চলের মানুষকে করোনা পরীক্ষা করাতে এবং বাড়িতে থাকার অনুরোধ করেছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

নরওয়ে

ইউরোপের সর্বনিম্ন সংক্রমণের দেশ হলেও সেখানে গত সপ্তাহে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে। ফলে নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সলবার্গ জনগণকে অভ্যন্তরীণ ভ্রমণ এড়াতে এবং বাড়িতে থাকার অনুরোধ করেছেন।

শ্রীলঙ্কা

কারফিউ তুলে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বলা হয়েছে করোনার বিস্তার রোধে সবাইকে নিজে থেকেই সতর্ক ও সাবধান থাকতে হবে।

ভারত

গত বৃহস্পতিবার ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং রাজধানী দিল্লিতেও সংক্রমণের হার অনেক বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৭০৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে। ফলে ভারতের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪,৩১৫-তে।

যুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা প্রায় এক লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। বিশ্বব্যাপী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ৯৪,৮৮,২৭৬। মারা গেছেন ২,৩৩,৭৩৪ জন।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ