02 December, 2020
শিরোনাম

সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার

 09 Nov, 2020   32 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মুজিববর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়। বিশেষ অধিবেশনের কার্যক্রমের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার করা হয়, যা তিনি ১৯৭১ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে দিয়েছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ এই অধিবেশন রোববার শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বিউগলের সুর বেজে ওঠে সঙ্গে সঙ্গে সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যগণ দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ডান পাশে রাষ্ট্রপতির জন্য নির্ধারিত আসনে এসে দাঁড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

জাতীয় সঙ্গীত শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের ১০ জানুয়ারি কালজয়ী ভাষণ ও তখনকার ভাষণের স্থিরচিত্র দেখানো হয়। সংসদে উপস্থিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যগণ মুজিব কোর্ট পরে সংসদে উপস্থিত হন। রাষ্ট্রপতি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে জনাব স্পিকার বলে তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, এটি আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে ১৪৭ বিধিতে আলোচনার জন্য সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন। সাংসদেরা বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা শেষে প্রস্তাব গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আলোচনা চলবে। এরপর প্রস্তাব পাস করা হবে।

গত মার্চে সংসদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়।

বিশেষ অধিবেশনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আগেই সব সাংসদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোভিড-১৯ শনাক্তের পরীক্ষা করা হয়। করোনায় আক্রান্ত সাংসদদের অধিবেশনে যোগ দিতে দেয়া হয়নি। সংসদে যোগ দেয়া সবার মুখে মাস্ক রয়েছে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ