26 November, 2020
শিরোনাম

র‌্যাবের ডিজি করোনা আক্রান্ত

 12 Nov, 2020   32 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

র‌্যাব ডিজি নিজেই আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিজি বলেন, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় আমি নমুনা পরীক্ষা করাই। গতকাল (বুধবার) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

র‍্যাব ডিজি আরও বলেন, এখন কিছুটা সুস্থবোধ করছি। দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি।

চট্টগ্রামের বাঁশখালিতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও র‌্যাব ডিজির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

র‌্যাবের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি বলেন, চট্টগ্রামের বাঁশখালিতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ