26 November, 2020
শিরোনাম

স্ত্রীকে নিয়ে দখলমুক্ত অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্ট

 17 Nov, 2020   70 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

তিন দশক পর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলো প্রথমবারের মতো সফরে গেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি মেহরিবান আলিয়েভা।

ইলহাম ও মেহরিবান দখলমুক্ত ফুজুলি ও জাবরাইল জেলা ঘুরে দেখেন। পাশাপাশি জেলা দুটির শহরেও সফর করেন।

দখলমুক্ত অঞ্চলগুলো ঘুরে দেখার কয়েকটি ভিডিও তার ইন্সটাগ্রামে শেয়ার করেন। তিনি গাড়ি চালিয়ে এসব এলাকা সফর করেন। মূলত ওই জেলা দুটি ইরান ও আরাস নদীর সীমান্তবর্তী।

তুর্কি সামরিক সহায়তা নিয়ে কারাবাখ যুদ্ধে দৃশ্যত বিজয়ী হওয়ার পর এমনিতেই উচ্ছ্বসিত আজেরিরা। যুদ্ধ জয়ের পর তুরস্ক ও নিজ দেশের পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে আসেন আজারবাইজানের সাধারণ মানুষ। এরমধ্যেই সোমবার উদ্ধারকৃত অঞ্চলটি সফরে যান আজেরি প্রেসিডেন্ট।

এদিকে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের পর নিজ দেশে চাপের মুখে রয়েছেন নিকোল পাশিনিয়ান। তার পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ, এমনকি তাকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ