17 May, 2021
শিরোনাম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও তার স্ত্রী করোনা নেগেটিভ

 02 Oct, 2020   230 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। কোভিড পরীক্ষা করালে দু’জনেরই নেগেটিভ ফলাফল এসেছে বলে জানায় পেন্সের মুখপাত্র।
নিয়মিত করোনা পরীক্ষা করার মাইক পেন্স। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভ মানুচিনের কোভিড ঊনিশ পরীক্ষার ফলাফলও নেগেটিভ আসে।তবে, একই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় শনাক্ত হন। এরপরই দু’জনই কোয়ারেন্টিনে চলে যান।টুইটারে এক টুইটে ট্রাম্প জানান, ‘মিলানিয়া এবং আমি করোনা পজিটভ। আমরা কোয়ারেন্টাইনে আছি সেই সঙ্গে সেরে ওঠার জন্যে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এক সঙ্গে সুস্থতার দিকে যাবো আশা করি’।

তাদের দু’জনের সুস্থতা কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ