26 November, 2020
শিরোনাম

লাশের মিছিলে আরও ২ নাম, নিহত বেড়ে ৯

 19 Nov, 2020   54 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ধান বোঝাই ট্রলি উল্টে চাঁপাইনবাবগঞ্জে সাত কৃষক নিহতের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন আরও চারজন কৃষক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, মো. কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু। তবে নিহত অপর চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিযোগে বাড়ি ফিরছিল। পথে ভোর সাড়ে ৪টার দিকে সোনাপুর-বারিকবাজার এলাকায় পৌঁছালে ভাঙ্গাব্রিজে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন কৃষকের মৃত্যু হয়।

এ দিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক আরও দুইজনের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার মো. ফরিদ হোসেন দৈনিক অধিকারকে জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান নিয়ে ১২ জন কৃষক ট্রলিযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ