24 November, 2020
শিরোনাম

করোনামুক্ত ট্রাম্প, দাবি চিকিৎসকের

 13 Oct, 2020   38 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, স্পুটনিক ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ও ট্রাম্পের সহকারী ক্যালিফ ম্যাকইনানির কাছে পাঠানো হেলথ আপডেটে ডা. শন কনলি এ তথ্য জানান।

এর আগে এক বিবৃতিতে শন কনলি জানিয়েছিলেন, ‘ট্রাম্পের করোনা টেস্টে দেখা গেছে, তিনি এখন আর অন্যদের জন্য ঝুঁকির কারণ নন। পরীক্ষার ফলাফল বলছে, মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

গত ২ অক্টোবর সস্ত্রীক করোনা সংক্রমিত হওয়ার ঘোষণা দেন ট্রাম্প নিজেই। এরপর চলে যান আইসোলেশনে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে চারদিন চিকিৎসা নিয়ে ফেরেন হোয়াইট হাউসে।

হাসপাতাল থেকে ফেরার নয়দিন পরেই জনসমক্ষে হাজির হন ট্রাম্প। হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের সামনে সংক্ষিপ্ত ভাষণ দেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি খুব ভালো আছি। বেরিয়ে আসুন ভোট দিন এবং আমি আপনাদের ভালোবাসি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ