02 Jan, 2021 90 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
করোনা ভাইরাসে গোটা বিশ্ব আজ স্থবির। এই মহামারিতে প্রাণ গেছে ১৮ লক্ষাধিক মানুষের। করোনার টিকা আসার খবর আসলেরও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখনও নিশ্চিত নয় ২০২১ সালে করোনা পরিস্থিতি কোথায় গিয়ে থামবে?
এমন গা ছম ছম পরিস্থিতে অবাক কাণ্ড ঘটিয়ে বসেছেন ইন্দোনেশিয়ার একটি কোভিড হাসপাতালের নার্স। তিনি কোভিড রোগীর দেখা শোনার দায়িত্বে ছিলেন। এক নারী রোগীর সঙ্গে টয়লেটে যৌন সম্পর্ক করেন। এরপর সেও করোনা আক্রান্ত হন। ঘটনা জানাজানি হওয়ার পর। ওই নার্সকে বরখাস্ত করা হয়েছে। আর নার্সকে আইসোলেশনে রাখা হয়েছে।করোনা ভাইরাসে গোটা বিশ্ব আজ স্থবির। এই মহামারিতে প্রাণ গেছে ১৮ লক্ষাধিক মানুষের। করোনার টিকা আসার খবর আসলেরও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখনও নিশ্চিত নয় ২০২১ সালে করোনা পরিস্থিতি কোথায় গিয়ে থামবে?
এমন গা ছম ছম পরিস্থিতে অবাক কাণ্ড ঘটিয়ে বসেছেন ইন্দোনেশিয়ার একটি কোভিড হাসপাতালের নার্স। তিনি কোভিড রোগীর দেখা শোনার দায়িত্বে ছিলেন। এক নারী রোগীর সঙ্গে টয়লেটে যৌন সম্পর্ক করেন। এরপর সেও করোনা আক্রান্ত হন। ঘটনা জানাজানি হওয়ার পর। ওই নার্সকে বরখাস্ত করা হয়েছে। আর নার্সকে আইসোলেশনে রাখা হয়েছে।https://youtu.be/67Lm5LicQ0w