02 Jan, 2021 44 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি যুক্তরাজ্য ছাড়ছেন।গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি।
জানা যায়, স্ট্যানলি জনসন ২৭ দেশের জোটের পক্ষে বসবাসের আগ্রহ প্রকাশ করে ফ্রান্সে তার নিজের স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করেছেন। যা সারা বিশ্বের সমালোচকদের ব্রেক্সিট পক্ষ-বিপক্ষের সবারই কাছে অনেক কৌতূহল সৃষ্টি করেছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ছিলেন এক সময়ের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য।
একটি সাক্ষাৎকারে স্ট্যানলি দাবি করেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ দিদা পুরোপরি একজন ফরাসি মহিলা ছিলেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষভাবে আগ্রহী।
তিনি বলেন, ‘একজন ব্রিটিশকে কেউ বলতেই পারেন না, যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি।’
প্রসঙ্গত, ১ জানুয়ারি ২০২১ এ কার্যকর হলো ব্রেক্সিট। আর ব্রেক্সিট এর বাতাস বইছে সমগ্র ইউরোপ জুড়ে। তবে বাজারে এই বাতাসের বেশি জোর নেই। কারণ করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতির সঙ্গে জড়িত আছে মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের হিসাব-নিকাশ। তাই অপরদিকে অর্থনৈতিক বিকাশ, উন্নত জীবন ব্যবস্থা, কিংবা বন্ধুত্ব বিকাশে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক নির্ধারণের কথাগুলো কিছুটা গুরুত্ব হারায়। করোনা পরিস্থিতি না থাকলে এই সময়ে ব্রেক্সিট নিয়ে সারা বিশ্বে থাকত হৈ চৈ মাতামাতি।