05 March, 2021
শিরোনাম

পুষ্পিতা'র মিউজিক ভিডিও "বসন্ত কাছে এলো" প্রকাশ পাবে আগামীকাল

 15 Feb, 2021   63 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

তরুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা'র নতুন মিউজিক ভিডিও "বসন্ত কাছে এলো" প্রকাশ পাচ্ছে আগামীকাল । বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার তারেক আনন্দের কথায়, ব্যাপক সাড়া জাগানো সুরকার ও কম্পোজার সজীব দাসের সুর ও সঙ্গীতে এবং ইজাজ খান স্বপনের ভিডিও সম্পাদনায় বসন্ত উপলক্ষে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল "পুষ্পিতা অফিশিয়াল" (Pushpita Official) থেকে আগামীকাল সন্ধ্যা ৭ টায় প্রকাশ পাচ্ছে গানটি। এ প্রসঙ্গে গীতিকার বলেন, "পুষ্পিতার জন্য এই গানটি লিখতে পেরে খুব ভাল লেগেছে। দর্শক শ্রোতাদের গানটি পছন্দ হলেই আমার শ্রম সার্থক হবে। " শিল্পী পুষ্পিতার মতে, "গানটির কথা, সুর ও কম্পোজিশন আমার মন ছুঁয়ে গেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি ভাল লাগবে।"

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ