জেলার খোকসায় মাতৃভাষা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর অফিস কক্ষে রেলি উত্তর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমুখও।
বক্তারা মাতৃভাষা বাংলাকে সর্বস্থরের প্রচলন ও মায়ের ভাষার সঠিক উচ্চারণ ও ব্যবহারকে গুরুত্ব দিয়ে সকলকে ভাষার প্রতি শ্রদ্ধাশীল ও একনিষ্ঠতা আদায়ের কথা ব্যক্ত করেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন আবৃত্তির জনকে কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেসবাহ্ উদ্দীন।