05 Apr, 2021 39 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে লকডাউন চলাকালে ঢাকার জাপান দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।সোমবার ঢাকার জাপান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার জাপান দূতাবাসের ভিসা সেবা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১২ এপ্রিল থেকে দূতাবাসের ভিসা সেবা পুনরায় চালু করা হবে।
তবে জরুরি প্রয়োজনে দূতাবাসের কনস্যুলার বিভাগে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের পরিস্থিতিতে চলমান লকডাউনে বেশ কয়েকটি দূতাবাস ভিসা সেবা সাময়িক বন্ধ রেখেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার সকাল ৬টা থেকে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে। বন্ধ হয়ে গেছে আন্তঃজেলা বাস-ট্রেন-লঞ্চ চলাচল।