28 July, 2021
শিরোনাম

রাজশাহী সিটির বিশেষ লকডাউন ৭ দিন বাড়ল

 16 Jun, 2021   88 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

করোনায় মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।

 

বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত সার্কিট হাউজে সিটির মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটনসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে নতুন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মেয়র।রাজশাহীতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১১ জুন থেকে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। ১৭ জুন রাত ১২টায় এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

 

মেয়র লিটন বলেন, গত ছয়দিন রাজশাহীতে করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। সংক্রমণ উঠানামা করলেও মৃত্যু হার একই থেকে গেছে। ফলে সর্বাত্মক লকডাউন আরও আরও সাতদিন বাড়নো হয়েছে। যা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী, জেলা প্রশাসক আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার প্রমুখ।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ