04 December, 2020
শিরোনাম

গুজব রোধে তথ্যের সত্যতা যাচাইয়ের পরামর্শ

 03 Nov, 2020   45 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

অপপ্রচার রোধে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এর আগে, গত রবিবারও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) তথ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব অথবা উসকানিমূলক মন্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, যেকোনো ধরনের অপপ্রচার রোধে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হচ্ছে। এক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার জন্য সরকার পরামর্শ দিয়েছে।

এতে আরও বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে অবিলম্বে ৯৯৯ নম্বরে ফোন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ