26 November, 2020
শিরোনাম

ট্রাম্প হারলে বদলে যাবে একুশ শতকের ইতিহাস

 04 Nov, 2020   54 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ট্রাম্প হারলে একুশ শতকে প্রথম কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারবেন না। দেখে নেওয়া যাক ইতিহাস।

পর পর দুইবারই মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন একজন ব্যক্তি। ২০১৬ সালে ট্রাম্প জেতার আগে প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামা প্রথম জিতেছিলেন ২০০৮ সালে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন ২০১২ সালে। প্রায় সব প্রেসিডেন্টই দ্বিতীয়বার নির্বাচনে জয় লাভ করেছেন। তবে আমেরিকার ইতিহাসে এমনও কিছু প্রেসিডেন্ট আছেন, যাঁরা দ্বিতীয়বারের নির্বাচনে হেরে গিয়েছেন। ২০২০ সালের মার্কিন নির্বাচনের জনমত সমীক্ষা বলছে, ট্রাম্প হেরে যেতে পারেন। ভোটের ফলাফল এখনো পর্যন্ত যা মিলেছে, তাতে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। তবে যদি জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী ট্রাম্প হেরে যান, তা হলে রেকর্ড তৈরি হবে। একুশ শতকে প্রথম কোনো ব্যক্তি পর পর দুইবার প্রেসিডেন্ট হতে পারবেন না।

১৯৯২ সালে শেষবার দ্বিতীয় নির্বাচন হেরেছিলেন বুশ সিনিয়র। পরবর্তীকালে তাঁর ছেলে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়ার দুইবার মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। সিনিয়র বুশ ক্ষমতায় এসে গাল্ফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ শুরু করেছিলেন। উপসাগরীয় যুদ্ধ নিয়ে মার্কিন জনতার মনে দেশপ্রেম জাগলেও অর্থনৈতিক ভাবে সে সময় অ্যামেরিকা কঠিন সমস্যার সম্মুখিন হয়েছিলেন। মনে করা হয়, সে কারণেই দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারেননি তিনি।

১৯১৩ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছিলেন উইলিয়াম টাফট। উড্রো উইলসনের সামনে কার্যত উড়ে গিয়েছিলেন তিনি। বলা হয়, প্রথমবারেও রুসভেল্টের সাহায্যেই নির্বাচনে জয় লাভ করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় রুসভেল্টের সঙ্গে তীব্র মতপার্থক্য হয় তাঁর। রুসভেল্টের অঙ্কেই দ্বিতীয় দফায় উড্রো উইলসনের কাছে হেরে যান তিনি।

১৯২৯ সালে ৩১ তম মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন হার্বার্ট হুভার। তিনি ক্ষমতায় আসার পরেই অ্যামেরিকায় সব চেয়ে বড় স্টক মার্কেট ক্র্যাশ হয়। সেই ঝড় সামলাতে পারেননি প্রেসিডেন্ট। দ্বিতীয়বার হেরে যান রুসভেল্টের কাছে।

৩৮ তম মার্কিন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ড এবং ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারও দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসন দখল করতে পারেননি।

ট্রাম্প কি পারবেন? সমীক্ষার ফলাফল বলছে পারবেন না। তবে নির্বাচনের ফলাফল এখনো স্পষ্ট নয়। দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। ট্রাম্প হেরে গেলে ১৯৯২ সালের পরে ফের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার সিংহাসন দখল করতে পারবেন না।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ