02 December, 2020
শিরোনাম

কসবায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

 06 Nov, 2020   52 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ ও মনকসাইর এলাকার মাঝামাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত আরো তিনজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে নিহত কারো পরিচয় বেলা পৌনে চারটা নাগাদ পাওয়া যায়নি। ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারার বিল্লাল (২২), সুনামগঞ্জের নরসিংহপুরের সালমান (২৮), কুমিল্লার মুরাদনগরের খোরশেদ আলম (৫৫)। অজ্ঞাতনামা আরো দুইজন চিকিৎসা নিয়ে চলে যান। নিহতদের মধ্যে একজন বৃদ্ধ, একজন মাঝবয়সী নারী ও চার বছরের এক শিশু রয়েছে।

হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান খবর পয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ