বিশেষ প্রতিনিধিঃ একাধিক মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন রাজিব (৩৮) কে গ্রেফতার করছে পুলিশ। সোমবার দুপুরে হারবাং পুলিশ ফাড়ির সহকারি উপ-পরিদর্শক মনির ও তার সঙ্গীয় র্ফোস চকরিয়া উপজেলা হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করে হারবাং ফাড়িঁ পুলিশ।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজিব বিরুদ্ধে চকরিয়া ও লামা থানা থানায় মামলা রয়েছে। সে লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন রাজীব একজন চিহ্নিত অপরাধী। সে চকরিয়া থানার ওয়ারেন্টভুক্ত আসামী। যার মামলা নং ১৯।
এছাড়াও প্রতারক আনোয়ার হোসেন রাজিব তার নিজ গ্রাম আজিজনগর চেয়ারম্যান পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। গত ২২ জুন সাংবাদিক সেলিম নামের এক ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। তার পরের দিন সাংবাদিক সেলিম লামা থানায় একটি সাধারন ডায়রি করেন (যাহার জিড়ি নাম্বারঃ ৯৩৩ )। জিডি তদন্ত জেরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সেলিম নামের এক ব্যক্তিকে আহত করে।
হারবাং ফাড়িঁর সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মনির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রাজিবকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।