আ.লীগের পথ অনুসরণ করলে তাদের মতোই পরিণতি হবে
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা বলেন, যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করে এবং হত্যার পর লাশের ওপর বর্বর নৃত্য করে। সোহাগকে হত্যা করে বাংলাদেশে যেন প্রস্তর যুগের নৃশংসতা ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। কিন্তু এই পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দল। জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের হাতে সোহাগ খুন হয়েছে, কারণ তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা আজ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ ও খুনের মতো অপরাধ করছেন। আওয়ামী লীগের পথ অনুসরণ করলে, আওয়ামী লীগের মতোই পরিণতি হবে।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছে, আওয়ামী লীগ আমলেও ঠিক একইভাবে প্রতিবাদ হতো। বিএনপি এখন তাদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর ধরে তারা মাজলুম ছিল, কিন্তু এখন যদি মাজলুমরা জালিমে পরিণত হয়, তবে আল্লাহর আরশ কেঁপে উঠবে।
তিনি বলেন, এই ১০ মাসে বিএনপির হাতে শতাধিক মানুষ খুন হয়েছে। সব হত্যার বিচার চাই। পাশাপাশি সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
এদিকে একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পৃথক একটি বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তারাও সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন।