ঢাকা , শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আধুনিক মডেল শরীয়তপুর গড়তে সকলের দোয়া চাইলেন মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সুবিদপুর নাফিসা ব্রিকফিল্ড বিরুদ্ধে আদালতে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের বাতিল হয়নি মঞ্জু মুন্সীর মনোনয়ন ৯ম জেলা প্রশাসন গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা উপজেলা চ্যাম্পিয়ন নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস–২০২৫ উদযাপন রাতের আঁধারে বাংলাদেশের সীমান্তঘেঁষে সড়ক নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ! (ইনসেটে বিজিবির অবস্থান) ফরিদগঞ্জ অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে আর্থিক অর্থদণ্ড ও ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার জাহিদ হাসান এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি সুজানগরে জাতীয় শীতকালীন স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে আসবেন মোস্তাফিজ

সাংবাদিক

আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টজুড়ে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনও নিশ্চিত নয়। ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নয় নম্বরে থাকতে হবে, যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে দশ নম্বরে। এই বাস্তবতায় ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নামাতে চায় বিসিবি।

নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার একটা বিষয় আছে। এই জায়গায় আমরা কোনো ছাড় দিতে রাজি নই। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দিতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

এবারের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই সময়ের মধ্যে টি–টোয়েন্টি পরিবেশ থেকে হঠাৎ করে ওয়ানডে খেলতে নামা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে—এই সম্ভাবনাটাও আছে। সব দিক বিবেচনা করেই দেখেছি, ওর উপস্থিতি আমাদের জন্য খুবই জরুরি। মোস্তাফিজ থাকলে আমাদের শক্তি আরও বেড়ে যায়।”

এই সিদ্ধান্তের ফলে জাতীয় দলের প্রয়োজন ও আইপিএলের ব্যস্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে মোস্তাফিজকে, যা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিসিবি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৬২৫ Time View

আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে আসবেন মোস্তাফিজ

আপডেটের সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টজুড়ে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনও নিশ্চিত নয়। ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নয় নম্বরে থাকতে হবে, যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে দশ নম্বরে। এই বাস্তবতায় ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নামাতে চায় বিসিবি।

নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার একটা বিষয় আছে। এই জায়গায় আমরা কোনো ছাড় দিতে রাজি নই। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দিতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

এবারের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই সময়ের মধ্যে টি–টোয়েন্টি পরিবেশ থেকে হঠাৎ করে ওয়ানডে খেলতে নামা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে—এই সম্ভাবনাটাও আছে। সব দিক বিবেচনা করেই দেখেছি, ওর উপস্থিতি আমাদের জন্য খুবই জরুরি। মোস্তাফিজ থাকলে আমাদের শক্তি আরও বেড়ে যায়।”

এই সিদ্ধান্তের ফলে জাতীয় দলের প্রয়োজন ও আইপিএলের ব্যস্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে মোস্তাফিজকে, যা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিসিবি।