শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, ইউক্রেনে যে লড়াই-সংঘর্ষ চলছে তেমন সংঘাত কারো উপকারে আসবে না।
শুক্রবার ভিডিও কলে ইউক্রেইন নিয়ে দুই নেতার ফোনালাপে শি এ মন্তব্য করেন বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ভিডিও কলে শি বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাতের পর্যায়ে যাওয়া উচিত না। আর সংঘাত এবং সংঘর্ষ কোনও দেশেরই স্বার্থের পক্ষে যায় না। ইউক্রেইনের মতো সংকট আমরা দেখতে চাই না।
তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিচালিত করা এবং দুপক্ষেরই আন্তর্জাতিকভাবে যে দায়িত্ব পালন করার আছে তা কাঁধে তুলে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানোটাও উচিত।