বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃ বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ২০২২। শনিবার ( ০৩) বেলা ১১ টায় এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. শিরিনা বিথী ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হবে। খেলায় হারজিত থাকবে। তবে সবার মাঝে সম্পর্কের মাধুর্য বজায় রাখতে হবে।
জাতীয় পতাকাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় সমুহের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে প্রদর্শণী, লাঠিয়াল বাহিনীর আয়োজনে লাঠি খেলা ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।