বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এবং রানার্স আপ হয়েছে বেগম খালেদা জিয়া হল। সোমবার (১৭ অক্টোবর) ইবি প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল হলে দুইদিন ব্যাপী এ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ইবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান।
বিতর্কে বিচারক হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম। স্পিকার ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক রুমি নোমান।
জানা যায়, দিবসটিকে কেন্দ্র করে রোববার (১৬ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল গুলোর মধ্যে নবীন বিতার্কিকদের মাঝে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। সকল দলকে পিছনে ফেলে ফাইনালে উঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বেগম খালেদা জিয়া হল।