ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.আবু রায়হান ছিদ্দীক (মুকুল) স্কুল চলাকালীন সময় স্কুলে প্রবেশ না করে গ্রিলের ফাঁক দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলালেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই- মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপি প্রার্থী আল আমিন জানান, তিনি গণভোটের পক্ষে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে প্রায় ৪০–৫০ জন দলীয় কর্মী ছিলেন। হেঁটে হেঁটে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় এক যুবক তাদের পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই যুবক জানায়, অজ্ঞাত এক ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাবাধীন বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ সুযোগে অস্ত্রধারী যুবকটি পালিয়ে যায়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান আল আমিন। তিনি বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অস্ত্রধারী যুবককে ধরার চেষ্টায় ধস্তাধস্তির সময় এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের আহত হন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫০৭ Time View

এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২

আপডেটের সময় : ০৬:৩৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় ধস্তাধস্তির সময় এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপি প্রার্থী আল আমিন জানান, তিনি গণভোটের পক্ষে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে প্রায় ৪০–৫০ জন দলীয় কর্মী ছিলেন। হেঁটে হেঁটে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় এক যুবক তাদের পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, চাপাতি বহনের কারণ জানতে চাইলে ওই যুবক জানায়, অজ্ঞাত এক ব্যক্তি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাবাধীন বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত গাড়িতে তুলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ সুযোগে অস্ত্রধারী যুবকটি পালিয়ে যায়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান আল আমিন। তিনি বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অস্ত্রধারী যুবককে ধরার চেষ্টায় ধস্তাধস্তির সময় এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) এবং ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের আহত হন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।