দোহা কাতার, কাতার প্রতিনিধি ই এম আকাশ জানান, ১৭ জুন শনিবার, সন্ধ্যায় কাতার রাজধানীর দোহার রাওয়ান ফাইভ স্টার হোটেল হলরুমে
আয়োজিত অনুষ্ঠানে, কাতারের গাড়িচালকদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় ৷
দূতাবাসের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মো: মাহাদি হাসানের সঞ্চালনায়, দূতাবাসের মিনিস্টার শ্রম ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কাতারের বিভিন্ন কোম্পানিতে নিয়োজিত গাড়ি চালকেরা ও লিমোজিন কোম্পানির মালিকেরা ৷
অনষ্ঠানের সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের
মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম৷
এ সময় দূতাবাসের পক্ষে থেকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, পলিটিক্যাল মিনিস্টার মো: ওয়ালিউর রহমান, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরি,
প্রথম সচিব শ্রম তন্ময় ইসলাম, দ্বিতীয় সচিব মো: নাসির উদ্দীন প্রমুখ৷
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ চলাকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তখন দূতাবাসের মধ্যে মাসব্যাপী গাড়ি চালকদের নিয়ে কর্মশালা -সেমিনার ও সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল দূতাবাস৷ গাড়ি চালকদেরকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়৷
এ সময় কাতারের ১৮৫ জন গাড়ি চালকদেরকে এই সার্টিফিকেট প্রদান করা হয়৷
পাশাপাশি প্রবাসী বাংলাদেশী লিমুজিন কোম্পানির মালিকদেরকেও এই সম্মাননা প্রদান করা হয়৷
এ সময় গাড়ি চালকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে মিলন মেলায় পরিণত হয়৷
বক্তারা গাড়ি চালকদেরকে
কাতারের আইন কানুন মেনে চলার আহ্বান জানান৷