মোঃ মমিন হোসেন, স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কালিহাতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এলেঙ্গার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হৃদয় শিশু পরিবারের আয়োজনে আলোচনা সভা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এবং ২০২১ ব্যাচের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পহেলা এপ্রিল সকালে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার সরকারি শামসুল হক কলেজ অডিটোরিয়ামে হৃদয় শিশু পরিবারের চেয়ারম্যান হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন ৫নং বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা, প্রধান অতিথি ছিলেন কালিহাতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবীর , লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হৃদয় শিশু পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাবুর আলী তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন হৃদয় শিশু পরিবারের সকল শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীসহ স্থানীয় এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ ও সম্মাননা এবং
২০২১-ব্যাচের বার্ষিক পরীক্ষার হৃদয় শিশু পরিবারের ১৭৪ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে ৯৯টি পুরস্কার প্রদান করা হয়।