হুমায়ুন কবির, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদে আসা সেবাগ্রহীতা ও পথচারীদের বিশুদ্ধ পানি সরবারাহে নিশ্চিতকরনে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কুমারখালী উপজেলা রোডে ৯ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খাঁন।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার বিপ্লব কুমার সাহা, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিডকো লিমিটেডের নির্মাণে প্রকল্পটি বাস্তবায়ন করেন কুমারখালী উপজেলা পরিষদ।
এবিষয়ে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার বিপ্লব কুমার সাহা বলেন,প্রতিদিন ৬ হাজার লিটার পানি সরবারাহে সক্ষম এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে উপজেলা পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের অনেকাংশে বিশুদ্ধ পানির চাহিদা পুরন করতে সক্ষম হবে।