কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে আগুন লেগে ঘরে রাখা ৩ লাখ টাকা পুড়ে প্রবাসে যাবার স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে নরসুন্দর শুকুর আলীর। হোগলা মধ্যেপাড়া গ্রামে রোববার বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।
আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন এর হোগলা মধ্যেপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সমির ও শুকুর।
ভুক্তভোগী শুকুর আলী জানান, তিনি বিদেশ যাবার জন্য এনজিও থেকে ও আত্নীয়দের কাছ থেকে ৪ লাখ টাকা গুছিয়ে ঘরে রাখেন। রোববার বেলা ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তার ঘরের আসবাবপত্র ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের সাথে সাব বাক্সে রাখা ৪ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এবং তার বড় ভাইয়ের বসত ঘর ও ঘরে রাখা আসবাবপত্র সহ প্রায় দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান তিনি। তিনি আক্ষেপ করে বলেন বিদেশ যাবার স্বপ্ন হয়তো তার স্বপ্নই থেকে যাবে। পাশাপাশি ঋনের বোঝা ঘাড়ে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে কি করবেন কোথায় যাবেন এই ভেবে তিনি দিশেহারা।
জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল আল বাকি বাদশা জানান, আগুনে দুই ভাইয়ের বসত ঘর সহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং মেজো ছেলে শুকুর আলীর বিদেশ যাবার টাকাও পুড়ে গিয়েছে। দুটি পরিবার সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে।