কুষ্টিয়া প্রতিনিধিঃ
আজ ইংরেজি ১৪ ই এপ্রিল। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। দিনটিকে বাংলা নববর্ষ বলা হয়। বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হলবাজার, গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পরিসরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোহাঃ শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনসহ প্রমূখ।