Sunday , 28 April 2024
শিরোনাম

বান্দরবানে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে সম্প্রীতির মঙ্গল শোভোযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষ বরণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময় শোভাযাত্রায় আরো অংশ নেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজ্জামেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো সহ পার্বত্য পাহাড়ী-বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠীর তরুন-তরুনী, শিশু-কিশোর এবং নারী -পুরুষেরা নিজস্ব পেষাকে ভিন্ন ভিন্ন সাঁজে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয়। পরে রাজারমাঠে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন বয়সের শিল্পীরা। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পাহাড়ে উৎসব মানে পাহাড়ী-বাঙ্গালীর মিলনমেলা। সকলে একসঙ্গে মিলেমিশে একাকার। নিজস্ব সংস্কৃতি এবং কৃষ্টি কালচার-গুলোর সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করতে সবাই একসাথে পহেলা বৈশাখ উদযাপন করতে আহ্বান জানান।

Check Also

ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ।   ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x