Tuesday , 7 May 2024
শিরোনাম

কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ
১৬ জুন থেকে চার দিন ব্যাপী ক্যাম্পেইন
ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান

আগামী ১৬ জুন থেকে চার দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুষ্টিয়ায় সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন অফিস।

১১ জুন শনিবার বেলা ১১ টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় এবার ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৭শ’ ৩৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ বয়সী ২ লাখ ৮ হাজার ৫শ’ ২২ শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন বলেন, এর বাইরেও কোন শিশু থাকলে তাদেরকেও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৫শ’ ৬৬ কেন্দ্রে ৩১শ’ ৩২ জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পইন সফল করতে কাজ করবে। পথ শিশু কিংবা পথ চলতি শিশুদের কথা চিন্তা করে বাস রেল স্টেশন সহ বিভিন্ন জনসমাবেশ স্থলে কেন্দ্র স্থাপন করা হবে।

কর্মশালায় ভিডিও উপস্থাপনের মাধ্যমে ভিটামিন-এ এর গুরুত্ব তুলে ধরা হয়। শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই ৬ মাস বয়স হলেই মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর কথাও বলা হয়েছে।

Check Also

বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন আগামী ৮ মে (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x