ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.আবু রায়হান ছিদ্দীক (মুকুল) স্কুল চলাকালীন সময় স্কুলে প্রবেশ না করে গ্রিলের ফাঁক দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলালেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই- মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

কুষ্টিয়ার খোকসায় এক সাথে চুরি হলো দুটি গরু

সাংবাদিক

গোলাম আহমেদ সবুজ।।

রাতে গরুর গলায় দিয়ে রাখতেন লোহার শিকল আর তালা। পাহারায় নিজে শুয়ে থাকতেন ঘরের দাওয়ায় (বারান্দায়) মশারী টাঙ্গিয়ে। তবুও শেষ রক্ষা হলো না। বৃদ্ধ কৃষকের সদ্য কেনা গাভী ও পোষা ষাঁড় গরুর গলার শেকল কেটে নিয়ে গেছে দুবৃত্ত্বরা।

মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার বৃদ্ধ কৃষক আবু হোসেনের গোয়াল থেকে দুটি গরু নিয়ে গেছে দুবৃত্তরা। এ সময় বৃদ্ধ কৃষক গোয়াল ঘর থেকে ১০ হাত দূরে নিজের ঘরের বারান্দার চকিতে ঘুমিয়ে পড়েছিলেন। দুবৃত্ত্বদের নিয়ে যাওয়া দুটি গরুর একটি গাভী গরু ছিলো। গরুটি গত শনিবার ৭২ হাজার টাকা দিয়ে পাশের গ্রাম থেকে দালালের মাধ্যমে কিনে এনেছিলেন কৃষক। অপর ষাড় গরুটির নিজের বাড়িতে পালন করা। এটির বয়স প্রায় ২ বছর। ষাঁড়টির দাম প্রায় লাখ টাকা বলে দাবি করে পরিবার।

বুধবার বিকালে ঘটনা স্থলে গিয়ে কৃষক আবু হোসেনকে পাওয়া যায়নি। তিনি তখন গ্রামে বাজারে ছিলেন। বাড়িতে মহিলা জটলা করে গরুর চুরির পরের আহাজারি করছিলেন। বাড়িতে ঢুকতেই কৃষকের গোয়াল ঘর। এই গোয়ালেই রাখা ছিলো গরু দুটি। গোয়ালের মধ্যে গরু দুটি গলার লোহার শিকল পরে আছে। তালা থেকে কেটে নেওয়া হয়েছে গরু দুটি।

কৃষানী জাহানারা খাতুন জানান, গরু চুরি যাওয়া অল্প কিছু সময় আগে তার স্বামী গোয়াল ঘরের সামনে থেকে ঘুরে গেছেন। নামাজের জন্য উঠেই দেখেন গরু চুরি হয়ে গেছে। নিজের বাথানে গরু বিক্রি করে মাত্র চার দিন আগে (শনিবার) গাভীটি কেনা হয়েছিল। অপর টি ছিলো নিজের বাড়ির। গরুটির বয়স দুই বছর হলেও তার দাম প্রায় লাখ টাকা বলেও তিনি দাবি করেন।

এই বৃদ্ধা আরও জানান, গরু পাহারা দেওয়ার জন্য তার স্বামী বৃদ্ধ মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর ফেলে দাওয়ায় (বারান্দায়) রাত কাটাতেন। তার পরেও তাদের শেষ রক্ষা হলো। দুবৃত্ত্বরা তাদের সব নিয়ে গেছে। তার ধারণা দুর্বৃত্ত্বরা পিকাপে করে গরু গুলো তুলে নিয়ে গেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, কৃষকের দুটি গরু চুরির ঘটনাটি শুনেছেন। গরুর মালিক থানায় এসেছিলেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নিবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৬৫৩ Time View

কুষ্টিয়ার খোকসায় এক সাথে চুরি হলো দুটি গরু

আপডেটের সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

গোলাম আহমেদ সবুজ।।

রাতে গরুর গলায় দিয়ে রাখতেন লোহার শিকল আর তালা। পাহারায় নিজে শুয়ে থাকতেন ঘরের দাওয়ায় (বারান্দায়) মশারী টাঙ্গিয়ে। তবুও শেষ রক্ষা হলো না। বৃদ্ধ কৃষকের সদ্য কেনা গাভী ও পোষা ষাঁড় গরুর গলার শেকল কেটে নিয়ে গেছে দুবৃত্ত্বরা।

মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার বৃদ্ধ কৃষক আবু হোসেনের গোয়াল থেকে দুটি গরু নিয়ে গেছে দুবৃত্তরা। এ সময় বৃদ্ধ কৃষক গোয়াল ঘর থেকে ১০ হাত দূরে নিজের ঘরের বারান্দার চকিতে ঘুমিয়ে পড়েছিলেন। দুবৃত্ত্বদের নিয়ে যাওয়া দুটি গরুর একটি গাভী গরু ছিলো। গরুটি গত শনিবার ৭২ হাজার টাকা দিয়ে পাশের গ্রাম থেকে দালালের মাধ্যমে কিনে এনেছিলেন কৃষক। অপর ষাড় গরুটির নিজের বাড়িতে পালন করা। এটির বয়স প্রায় ২ বছর। ষাঁড়টির দাম প্রায় লাখ টাকা বলে দাবি করে পরিবার।

বুধবার বিকালে ঘটনা স্থলে গিয়ে কৃষক আবু হোসেনকে পাওয়া যায়নি। তিনি তখন গ্রামে বাজারে ছিলেন। বাড়িতে মহিলা জটলা করে গরুর চুরির পরের আহাজারি করছিলেন। বাড়িতে ঢুকতেই কৃষকের গোয়াল ঘর। এই গোয়ালেই রাখা ছিলো গরু দুটি। গোয়ালের মধ্যে গরু দুটি গলার লোহার শিকল পরে আছে। তালা থেকে কেটে নেওয়া হয়েছে গরু দুটি।

কৃষানী জাহানারা খাতুন জানান, গরু চুরি যাওয়া অল্প কিছু সময় আগে তার স্বামী গোয়াল ঘরের সামনে থেকে ঘুরে গেছেন। নামাজের জন্য উঠেই দেখেন গরু চুরি হয়ে গেছে। নিজের বাথানে গরু বিক্রি করে মাত্র চার দিন আগে (শনিবার) গাভীটি কেনা হয়েছিল। অপর টি ছিলো নিজের বাড়ির। গরুটির বয়স দুই বছর হলেও তার দাম প্রায় লাখ টাকা বলেও তিনি দাবি করেন।

এই বৃদ্ধা আরও জানান, গরু পাহারা দেওয়ার জন্য তার স্বামী বৃদ্ধ মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর ফেলে দাওয়ায় (বারান্দায়) রাত কাটাতেন। তার পরেও তাদের শেষ রক্ষা হলো। দুবৃত্ত্বরা তাদের সব নিয়ে গেছে। তার ধারণা দুর্বৃত্ত্বরা পিকাপে করে গরু গুলো তুলে নিয়ে গেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, কৃষকের দুটি গরু চুরির ঘটনাটি শুনেছেন। গরুর মালিক থানায় এসেছিলেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নিবেন।