কুষ্টিয়ায় খুব শিগগির ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করার কথা জানিয়েছেন রাজশাহীতে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
তিনি জানিয়েছেন, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রর জন্য জায়গা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পরপরই কুষ্টিয়াসহ আশেপাশের জেলার মানুষের সুবিধার্থে এখানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।
তিনি বলেছেন, ‘ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, সাহিত্যসংস্কৃতিসহ একাধিক বিষয়ে ঐতিহ্যগত মিল রয়েছে।’
এর আগে সহকারী হাইকমিশনার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি ও বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ীও পরিদর্শন করেন।