ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হয়ত আরও কয়েক যুগ সময় লাগতে পারে। খবর বিবিসির।
তবে তিনি জানিয়েছেন, ইউক্রেন ইতিমধ্যেই ইউরোপিয়ান পরিবারের সদস্য হয়ে গেছে তাদের কষ্ট ও সাহসিকতার জন্য।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনের অনেক সময় লাগবে বিষয়টি ম্যাক্রোঁ বলেন সার্সবার্গে ইউরোপ ডে এর একটি অনুষ্ঠানে।
ম্যাক্রোঁ বলেন, আমরা খুব ভালো করেই জানি যে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে নিতে কয়েক বছর এমনকি কয়েক যুগও লাগতে পারে।
লম্বা সময় লাগতে পারে বিষয়টি উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইউরোপে ইউরোপীয় ইউনিয়নের মতো নতুন আরেকটি রাজনৈতিক সংঘটন তৈরির প্রস্তাবও দিয়েছেন।
ম্যাক্রোঁ বলেছেন, সংঘটনটির সদস্য হবে সেসব দেশগুলো যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে থাকা দেশগুলোর সঙ্গে এক মত পোষণ করে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়টি অনেক সময় সাপেক্ষ। কোনো দেশকে সদস্য প্রার্থী করার পর পূর্ণ সদস্য করে নিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
তাছাড়া ইউরোপীয় ইউনিয়নে থাকা ২৭টি দেশের মধ্যে যে কোনো একটি দেশ সদস্য করার প্রক্রিয়ার একদম শেষ দিকে গিয়েও ভেটো দিয়ে দিতে পারে। আবার আলোচনা শুরুর আগেই ভেটো দিতে পারে।
সূত্র: বিবিসি, এবিসি নিউজ