হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল আলম তসর এর সঞ্চালনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, বাপনের যুক্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্নও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামের মুক্তিযোদ্ধারা যখন নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুক্তিপাগল মানুষের জয় নিশ্চিত জানার পর পাকহানাদার বাহিনী ১৪ ই ডিসেম্বর বর্বরোচিত হামলা করে জাতীর মেধাশূন্য করতেই বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। আলোচনা সভার আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।