Wednesday , 1 May 2024
শিরোনাম

খোকসায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর অংশ হিসেবে আজ শনিবার (১ অক্টোবর) সকালে খোকসা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রশিদুল আলমের সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা।এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ’ছাড়া উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার ০৩ জন সুপারভাইজার ও ০৩ জন তথ্য সংগ্রহকারী ও কয়েক জন নতুন ভোটার। যাদের হালনাগাদের ২ নং ফরম পূরণের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ উদ্বোধন করা হয়, তথ্য সংগ্রহ চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রশিদুল আলম জানান, আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদের উপনির্বাচকে সামনে রেখে যাতে কেউ ভোটার তালিকা থেকে বাদ না পরে এবং নতুন ভোটারেরা যেন ভোট প্রদান করতে পারে সেই লক্ষে হালনাগাদ কর্মসূচিতে উপজেলার ০১টি পৌরসভা ও ০৯টি ইউনিয়নের তথ্য সংগ্রহ করা হবে।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x