Thursday , 2 May 2024
শিরোনাম

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকের প্রনোদনার সার ও বীজ বিতরনে অনিয়ম

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে কৃষি বান্ধব কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে প্রনোদনা হিসেবে বীজ, সার বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। সরজমিনে গিয়ে এ প্রতিবেদক জানতে পারেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে গত ১১/১২/২০১২ইং সন্ধ্যা ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের পাটওয়ারী বাজারস্থ খলিলুর রহমান, পিতা ঃ আঃ রহমান, গ্রাম ঃ কামালপুর বেপারী বাড়ী এর টেইলারের দোকানে গিয়ে সরকারের বিতরনকৃত ৫০ কেজির একবস্তা এম ও পি (মিউরেট অব পটাশ) সার পাওয়া যায়। এ ব্যাপারে খলিলকে জিজ্ঞাসা করিলে তিনি জানান। সারগুলো মোঃ আঃ আজিজ, পিতাঃ মৃত আবু বকর, গ্রাম শহিদ শহীদনগর, নোয়াবাড়ী নামীয় ব্যক্তি তার দোকানে রেখে গিয়েছে। এ ব্যাপারে আঃ আজিজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ০৫ জনের ছবি ও ভোটার আইডি কার্ড দেখিয়ে নাকি প্রতিজনের ২০ কেজি করে ভাগ করে নিবে বলে আজিজ জানান। সরজমিনে ৫০ কেজির এক বস্তা এম ও পি সার পেয়েছি। আজিজ নাকি রাস্তা খারাপ দেখে সারগুলি বাড়ীতে নিতে পারেন না। তাহলে কালো সার ও বীজ কোথায় জানতে আজিজ সঠিক উত্তর দিতে পারেন নাই । এ ব্যাপারে ঐ এলাকার দায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তা আনোয়ারের সাথে কথা হলে তিনি জানান ইউনিয়ন পরিষদে প্রকৃত কৃষকের তালিকা সংগ্রহ করতে গেলে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন সচিবের সুপারিশে আজিজকে ০৫ জন কৃষকের সার ও বীজ দেওয়া হয়। সবার কাছে আমাদেরতো যাওয়া সম্ভব না। এ ব্যাপারে ঐ এলাকায় গেলে ঐ এলাকার বহু প্রকৃত চাষী দুঃখ ও ক্ষোভের সাথে জানায়, প্রকৃত কৃষক সরকারী প্রনোদনার সার পায় না কিন্তু ভূয়া চাষীরা মাল পেয়ে বিক্রি করে দেয়।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x