আজ ১৫ এপ্রিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের নগরীর হিলটন টাওয়ার অবস্থিত কেপসিকাম চাইনিজ রেষ্টুরেন্টে ত্যাগী আওয়ামীলীগ নেতা-কর্মীদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
চৌদ্দগ্রাম উপজেলার তেরটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত ২৮০ জন প্রতিনিধির উপস্থিতিতে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় । এতে আওয়ামী লীগ নেতা চৌধুরী জাফর আহমদের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চৌদ্দগ্রামের বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম ।
সম্মেলনের শুরুতে কুমিল্লা টাউন হল থেকে এক রেলীর মাধ্যমে নেতা-কর্মীরা নগর প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে পৌঁছেন। জুম্মার নামাজের বিরতির পর সভার কাজ শুরু হয়।
সম্মেলনের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ,জনাব সোহাগ মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে , চৌদ্দগ্রামে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে চৌদ্দগ্রামে জাতির পিতার চির আরাধ্য সোনার বাংলার প্রথম স্বারক চৌদ্দগ্রামে প্রতিষ্ঠার কাজে সকলকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের সাহেব নেতা- কর্মীদের উদ্দশ্যে বিভিন্ন গুরুত্বপূন্য দিকনির্দেশনা প্রদান করেন ।
প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , সর্বজনাব আবু সায়িদ, মোঃ সুজন, ফিরোজ রহমান রাসেল, মোঃ জামশেদ আলম, আবদুল মোমিন, আবুল কালাম, মোঃ মাসুদ নিরব, রবিউল হাসান স্বপন, জিয়াউর রহমান খান নয়ন, শ্রী নয়ন সাহা, নাসির উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম মজুমদার, সেলিম জাহাঙ্গীর, এমরান শাহীন, মাষ্টার আবদুল মান্নান, নূরে আলম জিকু, কবির মুন্সি, গোলাম মাওলা শিল্পী, শাহেদ আলম চৌধুরী টিপু প্রমুখ নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা জনাব খোন্দকার শরীফ।